কুমিল্লা: বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী কুমিল্লার বিবির বাজার শূন্য রেখা এলাকার বাংলাদেশের অভ্যন্তর থেকে কাজী ছবির নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছবির আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের মৃত কাজী নজির মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) চকবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মীর সিরাজুল ইসলাম ফোর্স নিয়ে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চকবাজার পুলিশ ফাঁড়ির উপ-রিদর্শক খাইরুল ইসলাম জানান, ছবিরের মরদেহে আঘাতের চিহ্ন ছিল। রাতের যে কোনো সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।
নিহতের বড় ভাই কাজী জহির বলেন, ছবির কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল, সে রাতে ঘুরে বেড়াতো। বুধবার রাতে সে বাড়ি ফেরেনি, বৃহস্পতিবার লোক মাধ্যমে খবর পেয়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গোমতী নদীর পাড়ে তার মরদেহ দেখতে পাই।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
জেএইচ