ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ১০০ বস্তা ভারতীয় কাপড়সহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
ভৈরবে ১০০ বস্তা ভারতীয় কাপড়সহ আটক ৪ জব্দকৃত কাপড়

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১০০ বস্তা ভারতীয় বস্ত্রপণ্য জব্দসহ চারজনকে আটক করেছে নৌ-থানা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিপুর পাওয়ার প্ল্যান্ট এলাকায় মেঘনা নদীতে বালুবোঝাই বাল্কহেড থেকে এসব বস্তাভর্তি ভারতীয় বস্ত্রপণ্যসহ তাদের আটক করা হয়।

 

ভৈরব নৌ-থানা পুলিশ ধারণা করছে, জব্দকৃত বস্তাগুলোতে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও চাদরসহ বিভিন্ন বস্ত্রপণ্য রয়েছে।  

আটক ব্যক্তিরা হলেন-বরগুনা জেলার সদর উপজেলার ডালভাঙ্গা গ্রামের বাসিন্দা বাল্কহেডের সুকানি রুবেল মিয়া, একই উপজেলার চরগাছিয়া গ্রামের মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলার বালিকান্দি গ্রামের কামাল মিয়া ও একই জেলার মইনপুর গ্রামের জিহান মিয়া।  

ভৈরব নৌ-থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে বালুবোঝাই বাল্কহেড নৌকায় ভারতীয় বস্ত্রের বস্তা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন চোরাকারবারিরা। আগে থেকেই এ বিষয়ে নজরদারি করছিল ভৈরব নৌ-থানা পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিপুর পাওয়ার প্ল্যান্ট এলাকায় মেঘনা নদীতে বালুবোঝাই বাল্কহেড আটক করা হয়। পরে বাল্কহেড থেকে ১০০ বস্তা ভারতীয় বস্ত্রপণ্য উদ্ধারসহ চারজনকে আটক করে ভৈরব নৌ-থানা পুলিশ সদস্যরা।  

এ বিষয়ে ভৈরব নৌ-থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, আনুমানিক ১০০ বস্তা ভারতীয় বস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।