ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

প্রস্তাবিত সৃজনী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি দল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
প্রস্তাবিত সৃজনী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি দল

ঢাকা: ঝিনাইদহ জেলায় প্রস্তাবিত সৃজনী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল।  

কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল শুক্রবার (৩ জানুয়ারি) প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে।

 

এ বিষয়ে প্রফেসর আনোয়ার হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশে উচ্চশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নের অংশ হিসেবে সৃজনী বিশ্ববিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করা হয়।  

ইউজিসি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্য, উদ্দেশ্য এবং শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে।  

পরিদর্শনকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, প্রস্তাবিত উপাচার্য, ট্রেজারার ও রেজিস্টারের সাথে মতবিনিময় করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ঘুরে দেখেন।  
ইউজিসি জানায়, উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে তারা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেলে উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।