ঢাকা: রাজধানীর ভাষানটেক এলাকা থেকে সিমেন্টের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে ভাষানটেক থানাধীন দেওয়ানপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে ভাষানটেক এলাকার দেওয়ানপাড়ার বিসমিল্লাহ লেক ভিউ টাওয়ারের খালি প্লটের ভেতর পরিত্যক্ত অবস্থায় অনেকগুলো গুলি পড়ে আছে; এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে গুলিগুলো উদ্ধার করে ভাষানটেক থানা পুলিশ।
এ সময় একটি সিমেন্টের বস্তার ভেতরে ইট দিয়ে ঢাকা পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে দেখা যায় ১১টি চার্জারে ১০ রাউন্ড করে ৪১০ রাউন্ড গুলি, ১২টি চার্জারে ৯৬ রাউন্ড গুলি, চার্জার ছাড়া ৬৪ রাউন্ড গুলি এবং ভাঙ্গা গুলি ৪ রাউন্ড।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এমএমআই/এমএম