নড়াইল: নড়াইল সদর উপজেলায় পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দয়াল দাস (২৭) নামে পিকআপভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক আশিকুর ও তার সহকারী আরিফসহ মোট চারজন।
সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালী ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ট্রাকচালক আশিকুর ও সহকারী আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত পিকআপভ্যান চালক দয়াল দাসের বাড়ি যশোরের কেশবপুরে।
আহত ট্রাকচালক আশিকুর ও সহকারী আরিফ মোল্যা সদর উপজেলার দারিয়াপুর ও মুলদাইড় গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে হাওয়াইখালী ব্রিজের পশ্চিম প্রান্তে পার্কিং থেকে বের হয়ে স্থানীয় একটি ট্রাক (যশোর ট ১১-৪৩১৫) পূর্বমুখী ব্রিজে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মুরগিবাহী একটি পিকআপভ্যানের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যান ও ট্রাকের চালকসহ মোট ছয়জনের মধ্যে পাঁচজন গুরুতর আহত হন এবং দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পিকআপ চালককে মৃত ঘোষণা করেন।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, মহাসড়কে ট্রাক ও পিকআপভ্যান সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুটি বাহনই দুমড়ে মুচড়ে গেছে, পুলিশের রেকার দিয়ে যানবাহন দুটি সরানোর ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
আরএ