নীলফামারী: নীলফামারী জেলা কারাগারে জাহিদুল ইসলাম (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাজতি জেলার ডিমলা উপজেলার নওশাদ আলীর ছেলে ও একটি বিচারাধীন মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত দুই মাস ধরে কারাগারে হাজতি হিসেবে বন্দি হয়ে আছেন।
নীলফামারী জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগের কারণে প্রায় ১০ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। কারাগার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
আরএ