ঢাকা: একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মারজান আহম্মেদ রনি ওরফে ভাগ্নে রনি (৩৮) ও মো. মাহিন খান (২৫)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার (৭ জানুয়ারি) রাতে ওয়ারীর জয় কালী মন্দিরের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সাংবাদের ভিত্তিতে জানা যায় জয় কালী মন্দিরের সামনে বিসমিল্লাহ হোমিও ক্লিনিক এর সামনে কতিপয় লোক স্থানীয় প্রভাব বিস্তার ও কাপ্তান বাজার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে থানার একটি টহল টিম রাত ২টা ১৫ মিনিটে সেখানে পৌঁছায় এবং উল্লিখিত দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা তাদের হেফাজতে থাকা এসব অস্ত্র গুলির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ওয়ারী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এসব অস্ত্র-গুলির উৎস সমন্ধে জানতে মামলার নিবিড় তদন্ত অব্যাহত রেখেছে ওয়ারী থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
এজেডএস/এমএম