সিলেট: সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুমেল আহমদ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরেক আরোহী আহত হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার হরিপুরের উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমেল উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদের ছেলে। আহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রুমেল আহমদ এক সহপাঠীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি উমনপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী গেইটলক সার্ভিসের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের আরোহীরা ছিটকে রাস্তার পাশে পড়ে যান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুমেল আহমদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করেন। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দেন।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আমরা বাসচালককে আটক করতে চেষ্টা চালাচ্ছি। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এনইউ/এএটি