ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ট্রাক্টর উল্টে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৭, জানুয়ারি ১৪, ২০২৫
রাজবাড়ীতে ট্রাক্টর উল্টে কৃষক নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে ট্রাক্টর উল্টে সিরাজুল ইসলাম খান (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক্টরের চালক ফিরোজ শেখ (৩০)।

তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া সাদার চরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম খান উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঠাকুর পাড়ার লিয়াকত আলী খানের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি হরিণবাড়িয়া বাজারে চায়ের দোকান করতেন।

আহত ট্রাক্টর চালক ফিরোজ শেখ রতনদিয়া ইউনিয়নের শিকদার পাড়ার জিন্নাহ শেখের ছেলে।

নিহত সিরাজুল ইসলাম খানের প্রতিবেশী মো. হুমায়ুন কবির জানান, সোমবার সিরাজুল ইসলাম খান হরিণবাড়িয়া সাদার চরে নিজের রসুন ক্ষেত পরিচর্যা করতে যান। কাজ শেষে বিকেলে সেখান থেকে ট্রাক্টরে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। চরের উঁচু জায়গায় উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে নিচে চাপা পড়েন সিরাজুল। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আর গুরুতর আহত হন ট্রাক্টরের চালক ফিরোজ শেখ। স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, হরিণবাড়িয়া সাদার চরে ট্রাক্টর চাপায় একজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।