ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

ঢাকা: রাজধানীর উত্তরা, নরসিংদী ও কামরাঙ্গীরচরে পৃথক অভিযান পরিচালনা করে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।



অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার মিথিলা এন্টারপ্রাইজ, সোহান এন্টারপ্রাইজসহ দুটি নামবিহীন খানাডুলি কারখানার ৩০০ সিএফটির ৪টি বার বার্নার, ৪৫০ সিএফটির ২টি বার বার্নার এবং ৬০০ সিএফটির ২টি বার বার্নারের অবৈধ লাইন কিলিং করা হয়েছে। এ সময় ১টা বুস্টার ও ১২৩ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
 
অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার মিথিলা এন্টারপ্রাইজ, সোহান এন্টারপ্রাইজসহ দুটি নামবিহীন খানাডুলি কারখানার ৩০০ সিএফটির ৪টি বার বার্নার, ৪৫০ সিএফটির ২টি বার বার্নার এবং ৬০০ সিএফটির ২টি বার বার্নারের অবৈধ লাইন কিলিং করা হয়েছে। এ সময় ১টা বুস্টার ও ১২৩ ফুট পাইপ জব্দ করা হয়েছে।  

এছাড়া তিনটি বিল্ডিংয়ের অবৈধ আবাসিক সংযোগ এবং একটি আবাসিক সংযোগ বাণিজ্যিকভাবে ব্যবহারের কারণে বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২টি চুলার স্ট্যান্ড, ২টি ডাবল বার্নার, ৭ ফুট পাইপ ও ৪টা রেগুলেটর জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।