ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের স্তূপে নসিমন, চালকসহ দুইজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের স্তূপে নসিমন, চালকসহ দুইজন নিহত

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত দুইটায় মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- মোংলা উপজেলার সোনাইলতলা এলাকার রোকন উদ্দিন (৬০) ও খুলনার দাকোপ  উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা (৩২)। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের দুইজনকে খুলনা এবং অপরজনকে মোংলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বুলেট সেন বলেন, ভোরে দুর্ঘটনার কবলে পরা পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজন মৃত এবং তিনজন বেশ আহত ছিল। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। একজনকে এখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।