ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের তিনদিন পর মিলল অটোচালকের মরদেহ, গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
নিখোঁজের তিনদিন পর মিলল অটোচালকের মরদেহ, গ্রেপ্তার ৪

যশোর: যশোরের চৌগাছায় নিখোঁজের তিনদিন পর নদের মধ্য থেকে সোহাগ হোসেন রকিব (২২) নামে একজন ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী 

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের মুক্তদাহ এলাকায় বুড়িভৈরব নদের ব্রিজের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ ও পিবিআই।

নিহত সোহাগ পুড়াপাড়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, সোহাগ গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। তিনদিন তিনি আর বাড়িতে ফেরেন না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সোহাগের কোনো সন্ধান পান না। যার ভিত্তিতে বাবা লিয়াকত হোসেন শনিবার (১৮ জানুয়ারি) চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনাটির অনুসন্ধানে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা সোহাগের মোবাইল ফোনের সূত্র ধরে চারজনকে গ্রেপ্তার করেন।  

গ্রেপ্তরা হলেন-পুড়াহুদা গ্রামের শরিফুল ইসলাম (৫০), তার ছেলে সোহানুর রহমান (২০), পৌর এলাকার ইছাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সজল হোসেন (২২) ও পাঁচনামনা গ্রামের বালিগর্ত এলাকার ভাড়াটিয়া কামাল হোসেনের ছেলে সুজন হোসেন।

আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বুড়িভৈরব নদ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত উদ্ধার এবং কি কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা উদঘটনে যশোর পিবিআই ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।