ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান: ২০ প্রকল্পে অনিয়মের তদন্ত শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান: ২০ প্রকল্পে অনিয়মের তদন্ত শুরু

শরীয়তপুর: শরীয়তপুর জেলা পরিষদে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এবং ২০টি প্রকল্পের অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

রোববার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে মাদারীপুর ও শরীয়তপুর জেলার সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল শরীয়তপুর জেলা পরিষদে অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে কিছু প্রকল্পের নথিপত্র ও কিছু প্রকল্পের মালামালের নমুনা নিয়ে গেছে দুদকের দলটি।  

প্রকল্পগুলো বাস্তবায়নে অসঙ্গতি পেয়েছে বলে জানিয়েছে দুদক।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর অঞ্চলের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দশে শরীয়তপুর জেলা পরিষদে অভিযান চালানো হয়েছে। জেলা পরিষদের সাবেক সাত কর্মকর্তার ব্যাপারে এবং ২০টি উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন বরাদ্দ নিয়ে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পেয়েছি। প্রতিটি অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। আমরা সেগুলো এখন পরীক্ষা নিরীক্ষা করব। এরপর চূড়ান্ত রিপোর্ট কমিশনে পেশ করব।

তিনি আরও বলেন, কিছু অসঙ্গতি আমরা পেয়েছি। এর মধ্যে সখিপুরে ডাকবাংলোর নামে ৫০ লাখ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আবার সেই ডাকবাংলোর নামে এক কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা কোন প্রক্রিয়ায় হয়েছে, আমরা দেখব। প্রাথমিকভাবে এটা আমাদের কাছে অনিয়ম বা দুর্নীতি মনে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।