ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি  ভারত থেকে ফেরত আসা দুজন

ব্রাহ্মণবাড়িয়া: অবৈধভাবে ভারতে পাড়ি দিয়ে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফিরে এসেছেন।  

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

 

তারা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বক্তারপুর গ্রামের মৃত আবেদুর রহমানের ছেলে মো. ইদ্রিস মিয়া ও ফেনী জেলার সোনাগাজি উপজেলার চর চান্দিয়া গ্রামের নির্মল চন্দ্র দাসের মেয়ে ঋতু দাস।  

সংশ্লিষ্টরা জানান, ১৯৮০ সাল থেকে ভারতে অবস্থান করছিলেন বক্তারপুর গ্রামের মো. ইদ্রিস মিয়া। সেখানকার নাগরিকত্ব নিয়ে পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশের বাড়িতে যাওয়া আসা করতেন। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে 
পাসপোর্টের মেয়াদ শেষ হলে তিনি অবৈধ পথে বাংলাদেশে আসেন। ফেরার পথে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে সত্যতা স্বীকার করেন।  

এছাড়া একই সময়ে অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিলেন ফেনীর চর চান্দিয়া গ্রামের কিশোরী ঋতু দাস। পরে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। কারাভোগ শেষে তাদের দীর্ঘদিন স্থানীয় হোম সেন্টারে থাকতে হয়। দুই দেশের মধ্যে আলোচনা শেষে তাদের বাংলাদেশে পাঠানো হয়।  

এ সময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রশাসনিক কর্মকর্তা ওমর শরীফ, স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ মো. শফিকুল ইসলাম, বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. মালেকুল ইসলাম, বিএসএফ কোম্পানি কমান্ডার অভিষেক শিংসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।