ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় কাওলা ও ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। এরা হলেন- অঙ্কিতা মজুমদার (২৫) ও অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (৬০)।
রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কাওলা এবং ভোর সাড়ে ৫টায় ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বজলুর রশীদ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, অঙ্কিতার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়াচর থানা এলাকায়। তার বাবার নাম মৃত উজ্জ্বল মজুমদার। উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে একটি বাসায় সাবলেট থাকতেন তিনি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
তিনি আরও উল্লেখ করেন, অঙ্কিতা ৬ বছর আগে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নয়ন ইসলাম নামে একজনকে বিয়ে করেন। তবে চাকরির সুবাদে অঙ্কিতা এবং তার স্বামী নয়ন ভিন্ন জায়গায় থাকেন।
অঙ্কিতার রুমমেটের মাধ্যমে জানা যায়, ফোনে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ এবং কথা কাটাকাটি হত। রোববার সকাল সাড়ে ৭টার দিকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন অঙ্কিতা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অপরদিকে, এসআই বজলুর রশিদ উল্লেখ করেন, ষাটোর্ধ্ব অজ্ঞাতপরিচয় এক নারী ভিক্ষাবৃত্তি করতেন। রোববার ভোরে ক্যান্টনমেন্ট স্টাফ রোড রেলগেট এলাকায় কমলাপুরগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়। দুটি ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এজেডএস/আরএ