ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে: আব্দুল আউয়াল মিন্টু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে: আব্দুল আউয়াল মিন্টু আব্দুল আউয়াল মিন্টু

পিরোজপুর: ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শোচনীয়ভাবে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব না থাকলেও দলটি ক্ষমতায় থাকাকালীন যারা হত্যা, খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে।  

কিন্তু যারা অন্যায় করে নাই, তাদের বিরুদ্ধে বিএনপির কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আউয়াল মিন্টু।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের টাউন ক্লাব এর হলরুমে পিরোজপুরে বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে। তাতে বিএনপির কিছু আসে যায় না। তবে আওয়ামী লীগ সরকারে থাকাকালীন অনেক অন্যায় করেছে। আর  যারা এ অন্যায়ের সঙ্গে জড়িত আমরা তাদের বিচার চাই।

এছাড়া গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ১ হাজার ২০০ নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিতে তিনি বলেন, এছাড়াও অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে।

তিনি মনে করেন যতটা বিএনপির লোকজন করছে, তার থেকে অন্য লোকেরা বেশি বলে। এমনকি বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকে এরকম কাজ করে বিএনপির নেতাকর্মীদের ওপর চাপিয়ে দিতে চেষ্টা করে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির স্ট্যান্ডিং কমিটি অত্যন্ত সচেষ্ট। তারা যেকোনো মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নাকি আলাদাভাবে অংশ নেবেন এ বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেন নাই বিএনপির এ নেতা। তবে নির্বাচনের সময় ঘোষণার পর বিএনপি জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

আর জামায়াতের সঙ্গে বৈরী সম্পর্কের বিষয়ে মিন্টু বলেন, আমাদের সঙ্গে আওয়ামী লীগ কিংবা জামায়াতের কারও কোনো দ্বন্দ্ব নাই। যে যার দলীয় মতাদর্শে পরিচালিত। তবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দলকে সুসংগঠিত করছে এবং সেই লক্ষ্যে দলটি সর্বত্র সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং মাহাবুবুল হক নান্নু।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।