ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পৌনে ৫ ঘণ্টার চেষ্টায় নিভলো মিরপুরে বাটা শোরুমের আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, জানুয়ারি ২০, ২০২৫
পৌনে ৫ ঘণ্টার চেষ্টায় নিভলো মিরপুরে বাটা শোরুমের আগুন 

ঢাকা: প্রায় পৌনে পাঁচ ঘণ্টার চেষ্টায় রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটা শোরুমের আগুন নিভিয়েছে (নির্বাপণ) ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।  

এর আগে রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নির্বাপণ হয়। ভবনটির নিচতলায় বাটা শোরুমের দোকান এবং ওপরে দুটি রেস্তোরাঁয় রয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটার শোরুমের আগুন নেভানো গেছে। সোমবার ভোর ৪টা ৫০ ফায়ার সার্ভিসের ছয় ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

তিনি জানান, বাটা শোরুমে আগুন লাগার খবরের সঙ্গে সঙ্গে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।