ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা, এসআইসহ ২ পুলিশ সদস্য সাসপেন্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা, এসআইসহ ২ পুলিশ সদস্য সাসপেন্ড ফেনী পুলিশ সুপারের কার্যালয়

ফেনী: ফেনী শহরের ট্রাংক রোডে চাঁদাবাজির সময় দুই পুলিশ সদস্যকে আটক করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় তাদের সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে।

 

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

ওই দুই পুলিশ সদস্য হলেন- ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শুক্কুর ও কনস্টেবল জাহিদ।

জানা গেছে, গত রোববার (১৯ জানুয়ারি) রাত ২টার দিকে শহরের ট্রাংক রোডে দায়িত্বরত অবস্থায় এসআই শুক্কুর ও কনস্টেবল জাহিদ ট্রাক থেকে চাঁদা আদায় করার সময় শিক্ষার্থী আজিজুর রহমান রিজভী, সৌরভ হোসেন ও ইমরান হোসেন তাদের হাতেনাতে আটক করেন।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সিএনজিচালিত অটোরিকশার গ্যাসের টাকা জোগাতে চালকের মাধ্যমে এ চাঁদা আদায় করছেন বলে স্বীকার করেন।  

আজিজুর রহমান রিজভী বলেন, বাঁশবোঝাই একটি ট্রাক থেকে এক অটোরিকশাচালক কিছু নিচ্ছিলেন দেখে আমাদের সন্দেহ হয়। তখন চালককে জিজ্ঞাসাবাদ শুরু করলে পাশে থাকা কনস্টেবল জাহিদ বলেন, গরিব মানুষ, ১০০-২০০ টাকা নিলে সমস্যা কী? তার এ ধরনের মন্তব্যে উপস্থিত সবাই ক্ষুব্ধ হয়ে উঠে।

পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অটোরিকশাচালক জানান, এসআই শুক্কুর ও কনস্টেবল জাহিদ তাকে গ্যাস বিল বাবদ ২০০ টাকা নিতে বলেছেন। ঘটনাটি তাৎক্ষণিক ফেনীর অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করেছি।  

এ ব্যাপারে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত দুই পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫ 
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।