ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন করল বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজের বন্ধুরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন করল বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজের বন্ধুরা

ঢাকা: ‘শুভ কাজের অঙ্গীকার ক্যাম্পাস রাখবো পরিস্কার’ শিরোনামে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন ও ছোট ছোট প্লেকার্ড স্থাপন করা হয়েছে। আয়োজনটির জন্য বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখা বেশ প্রশংসা কুড়াচ্ছে।

তাহমিদ নামে এক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন, আমাদের মধ্যে সচেতনতার বড্ড অভাব। আমরা কথায় কথায় উন্নত বিশ্বের উদাহরণ দিতে শিখেছি কিন্তু নিজেরা দায়িত্ব নিতে শিখিনি।

যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখি আর নোংরা পরিবেশের জন্য কর্তৃপক্ষের দিকে তাকিয়ে থাকি। আমাদের ব্যবহার করা একটি টিস্যুটিও যদি যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি তাহলে অন্তত আমাদের ভালো অভ্যাস তৈরি হবে। আমরা পরিবর্তন না হলে কেউ আমাদের পরিবর্তন করে দিতে পারবে না। আমার মনে হয় এ পরিবর্তনের লক্ষ্য নিয়ে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজে কাজ করে যাচ্ছে।

আমি তাদের সাধুবাদ জানাই এজন্য যে, তারা নানা শুভ কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছে।  

বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ সভাপতি মো. শিহাবের তত্ত্বাবধানে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন কলেজ শাখার সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমাদুল হক এবং শুভসংঘের অন্যতম সদস্য আজিজুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
 
ঢাকা কলেজ শাখা সভাপতি মো. শিহাব বলেন, এ আয়োজনটি ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, এ ক্যাম্পাস যেমন আমাদের সবার সুতরাং এ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সবার।

তার ধারাবাহিকতায় ক্যাম্পাসে যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য আমাদের এ ডাস্টবিন স্থাপন করা। ছোট ছোট খুদেবার্তার মাধ্যমে সবাইকে এ বিষয়ে সচেতন করাই ছিল আমাদের কার্যক্রমের মূল লক্ষ্য।
 
শুভসংঘের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বলেন, আমরা প্রায়ই দেখি যেখানে সেখানে মানুষজন ময়লা আবর্জনা ফেলে। যার ফলে আমাদের পরিবেশ নষ্ট হয়। সেই চিন্তা ভাবনা থেকে আমরা এগিয়ে এসেছি এবং ভবিষ্যতে আমাদের এ কার্যক্রমগুলো চলমান থাকবে।
 
কলেজ শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, শুভ কাজে সব সময় বসুন্ধরা শুভসংঘ সবার পাশে থাকবে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।