ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

হিলিতে ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
হিলিতে ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের হিলি রেলস্টেশন সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তাজরুল ইসলাম।

তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট থেকে পার্বতীপুরগামী পঞ্চগড় এক্সপ্রেসের একটি ট্রেন হিলি রেলস্টেশন অতিক্রম করে। ট্রেনটি তিন কিলোমিটার যাওয়ার পর নওপাড়া এলাকায় অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।