ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় জানালার গ্রিল কেটে সা‌ড়ে ৫ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণের গহনা চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
সাতক্ষীরায় জানালার গ্রিল কেটে সা‌ড়ে ৫ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণের গহনা চুরি

সাতক্ষীরা: সাতক্ষীরা শহরে এক ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চো‌ররা ওই বাড়ির আলমারিতে থাকা নগদ ৫ লাখ ৫৫ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণের গহনা চু‌রি করে নিয়ে গেছে।

শুক্রবার (২৪ জানুয়া‌রি) ভোরে সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গী এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম রাসেলের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।  

বাড়ির মালিক ব্যবসায়ী রাসেলের স্ত্রী শারমিন সুলতানা ব‌লেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয়রা ফোন কল করে জানান আমার ঘরের জালানার গ্রিল কাটা। তড়িঘড়ি ক‌রে বোনকে নিয়ে বাড়ি পৌঁছে পুলিশে খবর দিই। পুলিশ আসার পর ঘরের মধ্যে ঢুকে দেখি আমার আলমারির ড্রয়ারে থাকা নগদ ৫ লাখ ৫৫ হাজার টাকা, ১০টি স্বর্ণের নাকফুল, ৪ জোড়া স্বর্ণের রুলি, ২ জোড়া স্বর্ণের চেইনসহ ৬ ভরি স্বর্ণালংকার চুরি হ‌য়ে গে‌ছে।  

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহমেদ বলেন, ঘটনা সত্য। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।