রাজশাহী: চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত কৃষককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীর থেকে এখন পর্যন্ত গুলি বের করা যায়নি।
গুলিবিদ্ধ কৃষক হাবিল উদ্দিন (৩০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে ভর্তির পর জরুরি চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়।
গুলিবিদ্ধ কৃষক হাবিল উদ্দিন ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ সীমান্ত এলাকায় গমের জমিতে পানি দিতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ হাবিলের স্বজনরা জানান, ভোর ৪টার দিকে গম ক্ষেতে পানি দিতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি হাবিলের পিটের ডান পাশের নিচে এসে বিদ্ধ হয়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. শংকর কে বিশ্বাস সাংবাদিকদের জানান, হাবিলের শরীরে গুলিবিদ্ধ থাকায় তার অবস্থা এখনও আশঙ্কাজনক। আপাতত তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার পিঠের ডান পাশে গুলি লেগেছে। গুলিটি এখনও বের করা সম্ভব হয়নি। গুলিটি বের করার জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে। তার শরীরে জরুরি অস্ত্রোপচারের পর বাকিটা বলা যাবে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এসএস/আরবি