ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে সুশান্ত কুমার সাহা (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ১৬ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শুশান্ত মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় পরিমল কুমার সাহার ছেলে।
আহতদের মধ্যে গুরুতর দুজনে নাম জানা গেছে। তারা হলেন- একই এলাকায় দেবেশ দাসের ছেলে শান্ত দাস (২৫) ও নান্নু শেখের ছেলে মহাসিন শেখ (১৭)।
জানা গেছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা এলাকায় একটি গাছের মৌমাছির চাকে কোনো পাখি আক্রমণ করে। এ সময় মৌমাছির কামড়ে অন্তত ১৭ জন পথচারী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুশান্তকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক এবং শান্ত ও মহাসিনকে ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কবির সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এসআরএস