ঢাকা: পুলিশের দুই অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন কক্সবাজার ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার) শাহিদুল ইসলাম এবং শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাদেক কাউসার দস্তগীর।
রোববার (২৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার) শাহিদুল ইসলাম এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ এর ৩ ধারা সংক্রান্তে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ অক্টোবর তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নেওয়া হয়। এরপর ৩১ অক্টোবর শাহবাগ থানা থেকে শাহিদুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সোপর্দ করা হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, শাহিদুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত বছরের ৩০ অক্টোবর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
অপর আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক এসএমপির এডিসি) সাদেক কাউসার দন্তগীরের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু হয়। মামলায় তিনি দুই নম্বর আসামি। গত ১৮ ডিসেম্বর তাকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
সাদেক কাউসার দন্তগীরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ১৮ ডিসেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
জিসিজি/আরআইএস