ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, চীন সফরে তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি। এই ইস্যুতে আলোচনা হতে হলে আগে সমঝোতা হতে হবে।
রোববার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। চীন সফর নিয়ে নানা ইস্যুতে এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, এবারের সফরে আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি। সেইসঙ্গে বলেছি, তারা (চীন) এ নিয়ে যে স্টাডি করছে, সেগুলো যেন আমাদের সঙ্গে শেয়ার করে। তারা নিশ্চিত করেছে, তাদের কারণে পানির প্রবাহ কমবে না।
পানিসম্পদ ব্যবস্থাপনা ইস্যুতে চীনের সঙ্গে সমঝোতা নবায়ন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নবায়ন করার বিষয়ে ঢাকা-বেইজিং উভয়েই ঐকমত্যে পৌঁছেছে। নবায়নে আর কী কী সংশোধন করা যেতে পারে, তা দুই পক্ষই খতিয়ে দেখছে।
তিনি বলেন, নবায়ন ইস্যুতে আমরা আমাদের পর্যবেক্ষণ তাদের (বেইজিং) দিয়েছি। তারা তাদের পর্যবেক্ষণ আমাদের সঙ্গে শেয়ার করেছে। একটু সময় লাগবে (নবায়নের খসড়া চূড়ান্ত হতে), তবে হয়ে যাবে।
তিনি আরও বলেন, দুই পক্ষের সম্মতিতে নবায়ন ইস্যুতে আরও কিছু নতুন বিষয় সংযোজন করা হবে, এজন্য সময় লাগছে। তবে ‘ইয়ালুজাংবু-যমুনা’ নদীর জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক এবার সই হয়েছে।
তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা আশ্বাস দিয়েছে, বিষয়টি দেখবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি একেবারে সত্যি কথাটা আপনাদের বলি, এ নিয়ে কোনো কথা হয়নি। কারণ, আমরা এটি নিয়ে কোনো তাড়াহুড়ো করছি না।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
টিআর/আরএইচ