সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে বালুবাহী ট্রলির ধাক্কায় আলী আকবার (১৭) নামে বাইক আরোহী এক কিশোর নিহত হয়েছে। পৃথক ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর-বালিয়াডাংগা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আকবার কালিকাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আব্দুর রহমান ওরফে আসমত আলী (৩০) তার স্ত্রী শিরিনা পারভীনকে নিয়ে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে করে শিক্ষা অফিসে যাচ্ছিলেন। পথে কালিকাপুর একতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে তারা (স্বামী-স্ত্রী) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে কর শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিয়ে আব্দুর রহমানের কাছের আত্মীয় কালিকাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আলী আকবার দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে সড়কের ৫০০ মিটার এগুতেই বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলী আকবারের মৃত্যু হয়। আলী আকবর পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।
এ ঘটনায় স্থানীয় জনতা বালুবাহী ট্রলি ও ট্রলি চালক আনিসুর রহমানকে আটকে রাখে। পরে স্থানীয়ভাবে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
আরএ