ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাতে আধাঘণ্টার বিঘ্নিত হতে পারে ৯৯৯ সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২১, জানুয়ারি ৩০, ২০২৫
রাতে আধাঘণ্টার বিঘ্নিত হতে পারে ৯৯৯ সেবা

ঢাকা: কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য ৩০ মিনিটের জন বিঘ্নিত হতে পারে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

 

পুলিশ সদরদপ্তর জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য ৩১ জানুয়ারি রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

উল্লেখ্য, ৯৯৯ হলো জাতীয় জরুরি নম্বর। ২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯।

এই নম্বরটি টোল ফ্রি। এই নম্বরে কল করা কলারকে একজন অপারেটরের সাথে সংযুক্ত করে, যিনি ফোনকারীকে পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের সাথে সংযুক্ত করেন। বাংলাদেশ পুলিশ দ্বারা পরিচালিত একটি জাতীয় জরুরি হেল্প ডেস্কের অধীনে পরিষেবাগুলো দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।