ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

টঙ্গীর ইজতেমার নিরাপত্তায় সতর্কতা জারি মার্কিন দূতাবাসের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২১, জানুয়ারি ৩১, ২০২৫
টঙ্গীর ইজতেমার নিরাপত্তায় সতর্কতা জারি মার্কিন দূতাবাসের

ঢাকা: টঙ্গীর বিশ্ব ইজতেমার নিরাপত্তায় সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।  বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস সতর্কতা জারি করে বেশকিছু নির্দেশনাও দিয়েছে।

মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুকে এক বার্তায় বলা হয়, ইজতেমার প্রধান সমাবেশস্থলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল উত্তরে অবস্থিত। প্রায় চার মিলিয়ন অংশগ্রহণকারী ‘বিশ্ব ইজতেমা- ২০২৫’-এর প্রথম পর্বে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।

এই বার্ষিক অনুষ্ঠানটি ঢাকাজুড়ে যানবাহন এবং পথচারীদের ট্রাফিকের ওপর বড় প্রভাব ফেলবে। বিমানবন্দরে আসা-যাওয়া করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত হতে পারে।

বিশ্ব ইজতেমার সময় প্রত্যেককে তাদের ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করা উচিত। সেই সাথে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে মাথায় রেখে অতিরিক্ত ভ্রমণ সময় এবং ভ্রমণ বাতিলের সম্ভাবনাও বিবেচনা করা উচিত। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের সাথে সর্বদা বিমান টিকিট থাকা উচিত এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ চেকপয়েন্টে দেখানোর ভ্রমণকারী ব্যক্তির বিমান টিকিট উপস্থাপনের জন্য প্রস্তুত থাকা উচিত।  

দূতাবাসের পোস্টে আরও বলা হয়, বিশ্ব ইজতেমার সময় দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।  

৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৫
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।