ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

রূপসায় ইউপি চেয়ারম্যানকে মারধর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:৪৬ এএম, জানুয়ারি ৩১, ২০২৫
রূপসায় ইউপি চেয়ারম্যানকে মারধর

খুলনা: খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দুকে পিটিয়ে আহত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ঘাটভোগ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা  জানান, ইউনিয়ন পরিষদে সালিশ বিচার চলাকালে একদল দুর্বৃত্ত চেয়ারম্যানের ওপর হামলা করে। পরবর্তীতে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নন্দুকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৫
এমআরএম/জেএইচ

বাংলাদেশ সময়: ৮:৪৬ এএম, জানুয়ারি ৩১, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।