ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে প্রাণ গেল সুমনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, জানুয়ারি ৩১, ২০২৫
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে প্রাণ গেল সুমনের সুমন

কিশোরগঞ্জ: লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে অসুস্থ হয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সুমন মিয়া (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৯ জানুয়ারি) সানী নামের এক আত্মীয়ের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি পরিবার নিশ্চিত হয়।

 

সুমন মিয়া ভৈরব উপজেলা সদরের লক্ষ্মীপুর এলাকার মাহমুদ হোসেনের ছেলে।  

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে ইতালি যেতে স্থানীয় এক দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান সুমন। দেশের বাড়িতে তার স্ত্রী ও জমজ ছেলে-মেয়েসহ পরিবারে অন্য সদস্যরা রয়েছেন। গত ২৪ জানুয়ারি সেখান থেকে ২৫ জন মিলে একটি বোটে করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় সুমনসহ আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এছাড়া যাত্রাপথে মাল্টা পৌঁছার পর বোটে সমস্যা দেখা দেয়। পরে সবাই বোট থেকে নেমে গেলেও সুমনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সুমনের মৃত্যুর বিষয়টি চারদিন পর জানতে পারেন তার স্বজনরা। এরপর থেকে সুমনের পরিবারে চলছে শোকের মাতম।  

স্ত্রী পলি বেগম ও বোন শিল্পী বেগমসহ পরিবারের সদস্যরা সুমন মিয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।  

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।