মেহেরপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
এছাড়াও মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলামকে হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ভগ্নিপতি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে দুই দিন রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঘণ্টাব্যাপী শুনানি শেষে বেলা দেড়টার সময় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহার এই আদেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা সন্ত্রাস দমন আইনে দায়ের করা জিআর ২৭৭/২৪ মামলায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তার ছোট ভাই জেলা যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলকে তিনদিন করে এবং মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি তারিক মোহাম্মমদ সাইফুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রীর ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলামের দায়ের করা মামলা নম্বর ২৭৭/২৪ এবং হাসনাত জামান বাদী হয়ে দায়ের করা অপর একটি ২৬৩/২৪ মামলায় আদালতে নেওয়া হয়। আদালতে শুনানি শেষে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাইকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এই তিন আসামিকে জিআর ২৬৩/২৪ এবং ২৭৭/২৪ মামলায় মেহেরপুর জেলা কারাগার থেকে জেলা জজ কোর্টে হাজির করা হয়। মামলার তদন্ত অফিসার ও সদর থানার তদন্ত অফিসার জাহাঙ্গীর সেলিম তাদের আদালতে হাজির করে জনপ্রশাসন মন্ত্রী ও তার ছোট ভাই মৃদুলকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
এছাড়া ২৬৩/২৪ নম্বর মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে মন্ত্রীর ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আবু সালেহ মোহাম্মদ নাছিম বলেন, সন্ত্রাস দমন ও জামায়াত নেতা জব্বার হত্যা মামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পাঁচদিন ও সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে মন্ত্রীর ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলকে দুটি মামলায় দুইদিন করে চারদিন ও ভগ্নিপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে দুটি মামলায় মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সরকার পক্ষে মামলাটিতে কৌঁসুলি ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আবু সালেহ মোহাম্মদ নাছিম, অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, অ্যাডভোকেট মকলেছুর রহমান স্বপন, অ্যাডভোকেট কামরুল হাসান, উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, অ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন।
এদিকে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আদালতে হাজির করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেন। এসময় তারা খুনি দোদুলের ফাঁসি চাই, দোদুলের দুই গালে জুতা মারো তালে তালে, স্বাধীন এই বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাইসহ নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে দুপুর ২টার দিকে আদালত থেকে পুলিশের প্রিজনভ্যানে নেওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মন্ত্রী ফরহাদ হোসেনকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে। এসময় পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা কোর্টের প্রধান ফটকে তালা মেরে দেন।
এর আগে গত বৃহস্পতিবার মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা মামলায় জেলগেটে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এসময় আদালত চত্বর ও আদালতের বাইরে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, ভাই সরফরাজ হোসেন মৃদুল, ভগ্নিপতি বাবলু বিশ্বাস, বোন শামীম আরা হিরাসহ ১৬৩ জনের নামে একটি মামলা দায়ের করেছিলেন। অপরদিকে জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলামকে হত্যার অভিযোগে ফরহাদ হোসেনকে প্রধান আসামি করে তারিকের ভাই তাওফিকুল ইসলাম বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেন। মামলা দুটির আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে গত বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে নিয়ে আসে জেলা পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তামিম ইসলাম বলেন, ফরহাদ হোসেন একাধিক খুনের মামলার এবং সন্ত্রাস দমন আইনের মামলার আসামি। তাকে মাত্র তিনদিনের রিমান্ড দিয়ে কিছুই হবে না। তিনি আরও বলেন, আমরা তার ফাঁসি চাই।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন বলেন, আমরা আদালতের কাছে পাঁচদিনের রিমান্ড চেয়েছিলাম আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরবর্তীতে প্রয়োজন হলে আমরা আদালতের কাছে আবারও রিমান্ডের আবেদন করব।
প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর আত্মগোপন করেন ফরহাদ হোসেন। গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় তাকে আটক করেছিল র্যাব। তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
আরএ