নরসিংদী: নরসিংদী সদর উপজেলার মরিয়ম টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপাড়া ইউনিয়ন পরষিদের পাশের হাবিবুর রহমানের মালিকানাধীন মরিয়ম টেক্সটাইল মিলের অভ্যন্তরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে মিলের ভেতরে ধোয়া এবং আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগ মুহূর্তে স্থানীয়রা আগুন নিভাতে অনেক চেষ্টা চালায়। তবে কিছুতেই আগুন নেভানো সম্ভব হয়নি। পরে একে একে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘসময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে প্রায় ৪ লাখেরও বেশি গজ কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। সুতাসহ মেশিনারিজের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে মিল কর্তৃপক্ষ।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ জানান, দুপুরে আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পরে সেখানে আগুনের তীব্রতা দেখে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আমাদের সহযোগিতা করে। তবে প্রাথমিকভাবে কারখানায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। পরে এসব বিষয়ে আলোচনা করে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
আরএ