ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

উত্তরাঞ্চলে পেট্রল পাম্প মালিক ও শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
উত্তরাঞ্চলে পেট্রল পাম্প মালিক ও শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার পেট্রল পাম্প

সিরাজগঞ্জ: উত্তরাঞ্চলে পেট্রল পাম্প মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।  

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেয় মালিক শ্রমিকরা।

 

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তারা।

এর আগে বুধবার ভোর থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার পেট্রল পাম্পে সকল প্রকার জ্বালানি তেল বিপণন বন্ধ রাখে মালিক শ্রমিকরা। এদিন সকাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি নৌ বন্দরে পদ্মা, যমুনা ও মেঘনার ওয়েল ডিপো থেকে উত্তোলন করা হয়নি তেল।  

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান জানান, বিপিসি চেয়ারম্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটিকে আশ্বস্ত করেছেন আগামী সাতদিনের মধ্যে সব সমস্যার সমাধান করা হবে। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।  

তিনি বলেন, নওগাঁ জেলায় বিনা নোটিশে পেট্রল পাম্প ভাঙচুর করার প্রতিবাদে মালিক সমিতি উত্তরাঞ্চলের সব পেট্রল পাম্পে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণা দেয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।