ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলা: সালথায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলা: সালথায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার খন্দকার সাইফুর রহমান শাহীন

ফরিদপুর: ফরিদপুরের সালথায় উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই উপজেলার কাজীর বল্লভদী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার শাহীন ওই গ্রামের বাসিন্দা। তিনি সালথা উপজেলা শ্রমিক লীগের সভাপতিও।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের মামলায় শাহীন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। যার সালথা থানার মামলা নম্বর ১১২/২৪।  

এ তথ্য নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিকেলে শাহীনকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।