ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে নিজ ঘরে পড়েছিল বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
নাজিরপুরে নিজ ঘরে পড়েছিল বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ প্রতীকী ছবি

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে লক্ষ্মী রানী ভক্ত (৭৫) নামে এক বৃদ্ধার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত লক্ষ্মী রানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তের স্ত্রী।

নুর ইসলাম শেখ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি লক্ষ্মী রানীর বাড়ির কিছু খেজুর গাছ কাটেন। শুক্রবার ভোরে ওই বাড়ির গাছের রস সংগ্রহ করে তার (লক্ষ্মী রানী) ভাগের রস দিতে তাকে ডাক দেন। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে পাশের বাড়ির (প্রতিবেশী) কৃষ্ণা মণ্ডলকে (২৮) ডাকেন। তখন কৃষ্ণা মণ্ডল এলে ঘরে ঢুকে লক্ষ্মী রানীর হাত-পা বাঁধা ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।  

নিহতের ছেলে পিরোজপুরের আইনজীবী তাপস কুমার ভক্ত বলেন, জমি নিয়ে স্থানীয় একটি গ্রুপের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে আমার মাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছি।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এমন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হত্যার সঠিক তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবি করছি।  

এছাড়া খবর পেয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান ও যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামসহ উপজেলা বিএনপির নেতারা নিহত বৃদ্ধার বাড়ি পরিদর্শন করেছেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ঘরের পেছন থেকে সিঁদ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে।  তদন্ত চলছে, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনা তদন্তে সেখানে জেলা পুলিশের সদর সার্কেল নাছরিন জাহানসহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মীরাও তদন্ত করছেন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।