গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম খান তাকে প্রত্যাহারের আদেশ দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-সদর জোন) দ্বীন-এ আলম জানান, গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা পুলিশকে জানানো হলেও পুলিশ সেখানে যেতে বিলম্ব করে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, শনিবার দিনব্যাপী গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। পরে সমাবেশে পুলিশ কমিশনার নাজমুল করিম খান ঘটনাস্থলে গিয়ে ছাত্র- জননেতাকে ওসিকে প্রত্যাহারের আশ্বাস দেন। এছাড়াও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারেরও আশ্বস্ত করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
আরএস/এসএএইচ