রংপুর: অপারেশন ডেভিল হান্টের প্রথমদিনেই রংপুর মহানগরীসহ বিভাগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এর মধ্যে মহানগরীতে পাঁচজন ও বিভাগে ১৪ জন রয়েছেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। এরা সবাই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাদের নামে মামলা রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাজহাটে দুই ও কোতোয়ালি, হারাগাছ এবং মাহিগঞ্জ থানা এলাকা থেকে একজন করে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন আট জেলার মধ্যে কুড়িগ্রামে ছয়, দিনাজপুরে তিন, ঠাকুরগাঁওয়ে দুই ও গাইবান্ধা, পঞ্চগড় এবং লালমনিরহাট থেকে একজন করে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
এসআরএস