ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জে মায়ের মাথা উদ্ধারের পর পাওয়া গেল মেয়ের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
পীরগঞ্জে মায়ের মাথা উদ্ধারের পর পাওয়া গেল মেয়ের মরদেহ মা দেলোয়ারা বেগম ও মেয়ে সাইমা

রংপুর: রংপুরের পীরগঞ্জে দেলোয়ারা বেগম (৩০) নামে এক নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধারের পর তার মেয়ে সাইমার (৫) মরদেহ পাওয়া গেছে।  

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামে মাটি খুঁড়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের শিম ক্ষেত থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে সিআইডি রংপুর ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ টিম নিশ্চিত হয় ওই নারী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুন্ডা ফকিরপাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে দেলোয়ারা বেগম (৩১)। পীরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধারের পর ওইদিনই মাথাটি উদ্ধারের জন্য ব্যাপক প্রচেষ্টা চালালেও সেটি উদ্ধার করতে পারেনি।

পরে সিআইডি রংপুর ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ টিম ও পীরগঞ্জ থানা পুলিশের অনুসন্ধানে গত শনিবার সকালে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের মুনছুর আলীর (তারা মণ্ডল) ছেলে আতিকুরকে (৪০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আতিকুর হত্যার দায় স্বীকার করলে শনিবার পুলিশ তাকে নিয়ে করতোয়া নদীর টোংরারদহ থেকে মস্তকটি উদ্ধার করে।

এদিকে গ্রেপ্তার আতিকুর পুলিশ হেফাজতে ওই নারীর মেয়ে সাইমাকেও হত্যার দায় স্বীকার করে। পরে পুলিশ রোববার আতিকুরকে নিয়ে বড় বদনাপাড়ায় গিয়ে তার বাড়ির পশ্চিম পাশে মাটির নিচ থেকে সাইমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

অপরদিকে শিশু সাইমার মরদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ গ্রামবাসী ঘাতক আতিকুরের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে আমরা হত্যাকাণ্ডের ব্যাপারে নিখুঁতভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি। পরে পূর্ণাঙ্গ বিষয় জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।