ঝিনাইদহ: ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি সূত্র জানায়, রোববার বিকেলে বেশ কয়েকজন পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, অনুপ্রবেশের অভিযোগে আটক ১৯ জনের নামে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ৫৮ বিজিবির টহলদল রোববার মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫৭ বোতল ফেনসিডিল, ১০১ বোতল ভারতীয় মদ, দুই হাজার ২৩২ পিস ভারতীয় চশমার ফ্রেম ও ৭৩টি কারেন্ট জাল জব্দ করেছে।
বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এসআই