ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় ওয়াহিদুজ্জামান (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটেছে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পথে নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রামের উত্তরপাড়া গ্রামের বাড়িতে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন ওয়াহিদুজ্জামান। এ সময় কামারপুকুর বাজারে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন নিশ্চিত করে জানান, নিহত ওয়াহিদুজ্জামান নওগাঁ জেলায় আরএফএল কোম্পানিতে চাকরি করতেন। নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রামের উত্তরপাড়া গ্রামের সফিয়ার রহমানের ছেলে তিনি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।