ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
মাদারীপুরে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ দগ্ধ বাবা ও মেয়ে

মাদারীপুর: মাদারীপুরে গ্যাসের পাইপ ফেটে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- একই এলাকার জুয়েল হাওলাদার (৩৫), তার স্ত্রী তানিয়া বেগম (৩০) ও মেয়ে সোহাগী আক্তার (৮)। তারা, সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন।

জানা গেছে, রাতে মশার কয়েল ধরাতে গ্যাসের চুলায় আগুন জ্বালাতে যান তানিয়া বেগম। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আহত হন তানিয়া তার স্বামী জুয়েল এবং মেয়ে সোহাগী। খবর পেয়ে তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তানিয়াকে পাঠানো হয় রাজধানী ঢাকার বার্ন ইউনিটে।  

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, গ্যাসের পাইপ ফেটে (লিক) যাওয়ার এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় বিস্ফোরণ বড় আকারে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।