ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে অপারেশন ডেভিল হান্টে দস্যুদের দুই সহযোগী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
শ্যামনগরে অপারেশন ডেভিল হান্টে দস্যুদের দুই সহযোগী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে অপারেশন ডেভিল হান্টে দস্যুদের দুই সহযোগীকে আটক করা হয়েছে। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র জব্দ করেছে কোস্টগার্ড, পুলিশ ও নৌ বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চকবারা গ্রামের আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মো. হাফিজুর রহমান গাজি (২৫)।  

কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকানো একটি দেশীয় একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। তারা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।