ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় অপারেশন ডেভিল হান্টে ১৪ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
ভোলায় অপারেশন ডেভিল হান্টে ১৪ জন আটক আটকরা

ভোলা: ভোলায় অপারেশন ডেভিল হান্টে কোস্টগার্ডের অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, দেশব্যাপী অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ভোলাতেও অপারেশন পরিচালনা করে কোস্টগার্ড। তারই ধারাবাহিকতায় ভোলা সদর উপজেলার ১৩ ইউনিয়নে চিরুনি অভিযানে নামে কোস্টগার্ড।

এ সময় নাশকতায় আশঙ্কায় ১৪ জনকে আটক করা হয়। সোমবার দুপুরে তাদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।