ঢাকা: আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাদ যোহর জাতীয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা হয়।
জানাজায় অংশ নেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম , জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও জামায়াত নেতা শামীম সাঈদী।
পরিবারের পক্ষ থেকে অংশ নেন তার ছেলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও এরশাদুর রউফ।
জানাজার পূর্ব মুহুত্বে বক্তব্যে বিচারপতি আশফাকুল ইসলাম বলেন, বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা এবং মাগফেরাত কামনা করছি। ওনার যে সাফল্যের তালিকা সেটা অনেক বড়। সেটা বলার সময় এখন নেই। শুধু একটি ব্যাপার বলরো। ৯০ এর গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচনটি ওনার নেতৃত্বে হয়েছিলো উনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। সেটি অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হিসেবে গণতন্ত্রের ইতিহাসে সমুজ্জ্বল থাকবে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আমি স্যারের সঙ্গে গত বছর পর্যন্ত কাজ করেছিলাম একটি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদে। ওনার মতো এত কর্মোদ্দমী মানুষ, এত দেশপ্রেমিক মানুষ কম ছিল। সৎ মানুষ ছিলেন। সবাই স্যারের জন্য দোয়া করবো।
গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্যারের মতো সাহসী মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন আল্লাহর কাছে। স্যার আমাদের সাহস জুগিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি জুগিয়েছেন। স্যারের মাগফেরাত কামনা করছি।
অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান বলেন, তিনি উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করেছিলেন। এ জাতি আজীবন তার কাছে ঋণী থাকবে। বিচারপতি আবদুর রউফ মানে সততা এবং দৃঢ়তার প্রতীক।
জানাজা শেষে প্রধান বিচারপতির পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
রোববার সকাল ৯ টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারের ইনসাফ আল বারাকা হাসপাতালে মারা যান সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
ইএস/জেএইচ