ঢাকা: রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৫টায় আমাদের কাছে খবর আসে, শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেলের কারখানায় আগুন লেগেছে। খবর পাওয়ার পর ৫টা ৮ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একে একে আরও ছয়টি ইউনিট সেখানে পৌঁছায়। সর্বশেষ সকাল ৭টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কারখানার সব কাঁচামাল পুড়ে গেছে। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর আমাদের কাছে আসেনি।
বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এমএমআই/আরআইএস