ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকার মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৪৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ঢাকার মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৪৮ ডিএমপির বিশেষ সাঁড়াশি অভিযানে গ্রেপ্তাররা।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন ছিনতাই প্রবণ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ ফেরুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১০ ফেরুয়ারি) বিকেল হতে মঙ্গলবার (১১ ফেরুয়ারি) সকাল পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ৪৮ জন হলেন মো. ইমরান হোসেন (২৬), মো. বিল্লাল হোসেন ওরফে বেলাল (২৩), মো. মনির (৩৪), মো. রানা (১৯), মো. রাসেল (২৩), মো. সজল ওরফে সুজন (২০), মো. মুন্না (২৪), মো. জুয়েল (২৩), মো. বিল্লাল (২০), মো. রনি (২৮), মো. মাহাবুব (৪৫), মো. আব্দুল আজিজ ওরফে আইজ্জা ওরফে ইজ্জা (৩৪), মো. লিটন ওরফে কালে (১৯), মো. বাদশা (২৯), মো. জনি হাসান (২৮), মো. ফয়সাল ওরফে এলেক্স ফয়সাল (২৭), মো. রাব্বি (২৪), মো. আরফি হোসেন বজিয় (২০), মো. আকাশ (২৫), মো. সাদ্দাম (৩০), মো. আমীন (২৫), সনু ওরফে নাঈম হোসেন (২৯), মো. আবু সাঈদ খান (৫৮), আহম্মদ আলী (৩৭), সুমন আহমেদ শুভ (১৯), মো. আসাদ (৫০), মো. ইকরামুল হক ইকরাম (২৪), মো. ইব্রাহিম ওরফে ইবু (৩০), মোসা. আনিশা (১৯), মোসা. রিমি আক্তার (২৮), মোসা. নাসিমা (৩০), মোসা. মমিনা খাতুন, মোসা. নিপা (৩০), মো. শরীফ হোসেন (৩৫), মো. রকি (৩৮), মো. শাকিল শেখ (২৪), মো. জোবায়ের ইসলাম (২১), মো. তাজুল ইসলাম (৩৮), মো. হোসেন (১৮), মো. আশরাফ উদ্দিন (৪৫), মো. সোনা মিয়া (৩৪), মো. রাসেল (২৪), মো. সুজন (৩০), মো. মোশারফ (২২), পারভেজ (৫৫), মো. রনি (২৫), মো. তুষার আহমেদ (৩০) ও মো. আ. সালাম (২৮)।
 
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে থানাসহ সব কর্মকর্তাদের নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাই প্রবণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদককারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেরুয়ারি ১১, ২০২৫
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।