সাভার (ঢাকা): সাভারে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আ.লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন আ.লীগ নেত্রী রয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার রাত ৮টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের দক্ষিণ রাজাশনের সাধাপুর পুরানবাড়ি এলাকার মো. দেলোয়ার হোসেন (৫৭), দক্ষিণ রাজাশন এলাকার মো. শাহ-আলমের ছেলে শাহাদাত হোসেন (৩৪), সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাভারের কাউন্দিয়া এলাকার আব্দুর রশিদ মাস্টারের মেয়ে আসমা খানম শিল্পি (৩৭), একই এলাকার মৃত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে ও কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের ব্যক্তিগত সহকারী আবু বকর সিদ্দিকি (৪৮), সাভারের ডগরমোড়া সিআরপি এলাকার মৃত আক্তার মাঝির ছেলে মো. আনোয়ার হোসেন মাঝি (৪৪), সাভারের দিলখুসাবাগ এলাকার মৃত ফয়েজ উল্লাহ ভুঁইয়ার ছেলে ও কৃষকলীগ নেতা মো. সেলিম ভুঁইয়া (৫০), সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. নাছির হোসেন (২৪), আমিনবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আ.লীগ নেতা মো. শওকত আলী (৬৫), সাভারের কাউন্দিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও মৃত আব্দুল মান্নানের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪৩), হেমায়েতপুরের বলিয়ারপুর মধ্যপাড়া এলাকার মো. রুহুল আমিন (৫৫), তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ও একই এলাকার শাহাদাত হোসেনের ছেলে যুবরাজ ইসলাম মিলন (২২), কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কেরানীগঞ্জ থানার কানারচর গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৪) ও সাভারের উত্তরপাড়া এলাকার মৃত ইব্রাহিম মোল্লার ছেলে আখতারুজ্জামান কুটি মোল্লা। তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জরুল আলমের মামা।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানির পাঁয়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করা হয়। এসময় সাভারের মুক্তির মোড় এলাকা থেকে দুইজন, কাউন্দিয়া এলাকা থেকে ১ জন, ডগরমোড়া এলাকা থেকে একজনসহ, দিলকুসাবাগ, যাদুরচর চৌরাস্তা, আমিনবাজার, বলিয়ারপুর বাসস্ট্যান্ড, হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল বুধবার তাদের আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
আরএ