বগুড়া: বগুড়ার শেরপুরে জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শুভলী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুই শিশু হলেন- শুভলী উত্তরপাড়া গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম (৪) ও একই গ্রামের প্রতিবেশী ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)।
নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে ওই দুই শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে জলাশয়ের পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। দীর্ঘ সময় ওই দুই শিশু বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায় বাড়ির পাশের জলাশয়ে শিশু ছামিহার মরদেহ ভেসে ওঠে। পরে ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পর আরেক শিশু রবিউলের মরদেহ জলাশয় থেকে উদ্ধার করেন স্থানীয়রা।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
আরএ