দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় নামাজরত কিশোরীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সাড়ে ৮টায় উপজেলার দ্বিপনগর গ্রামের জুয়েল রানার বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোরী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আফিফ হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সে একই উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ এবং ওই কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতেই নামাজ পড়ছিল জুয়েল রানার ১৫ বছর বয়সী মেয়ে। এসময় তার দেয়াল টপকে বাড়িতে ঢুকে নামাজরত অবস্থায় ওই কিশোরীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় আফিফ হোসেন। কাহারোল থানায় বিষয়টি জানানো হলে তাকে আটক করতে অভিযান শুরু করে পুলিশ। ঘটনার ৪ ঘণ্টার মধ্যে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক রহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, গুরুতর আহত কিশোরীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় আহত কিশোরীর বাবা জুয়েল রানা বাদী হয়ে কাহারোল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আরএ