ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে ভেকুর পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
কালিহাতীতে ভেকুর পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়কের নির্মাণকাজে নিয়োজিত দাঁড়িয়ে থাকা ভেকুর পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনলিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া খানপাড়া গ্রামের মৃত তুষা খানের ছেলে মো. শামীম খান (৫০) এবং ঢাকার দক্ষিণ মানন্দা এলাকার ইদু মিয়ার ছেলে মামুন (৪৮)।

পুলিশ জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে সিরাজগঞ্জ যাচ্ছিলেন শামীম ও মামুন। এসময় আনালিয়াবাড়ী এলাকায় পৌঁছালে রাস্তা সংস্কার কাজে নিয়োজিত দাঁড়িয়ে থাকা ভেকু মেশিনের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এসময় ঘটনাস্থলেই চালক ও আরোহী নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাহেরুর ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।